১৩ আগস্ট, ২০২০ ০০:০৪

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  বুধবার (১২ আগস্ট) রাতে শহরের বিভিন্ন সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নজরুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন)  নয়ন কারকুন প্রমূখ।  

অভিযানে মাস্ক না পরার অপরাধে ১৯ জন পথচারীকে ৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও সরকারি আদেশ অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নজরুল ইসলাম জানান, জনগণের মধ্যে মাক্স না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আমাদের এই অভিযান আব্যহত থাকবে।

 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর