১৯ আগস্ট, ২০২০ ১৬:১০

গোপালগঞ্জে যুবলীগ নেতার খুনিদের ফাঁসির দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে যুবলীগ নেতার খুনিদের ফাঁসির দাবি

গোপালগঞ্জে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ এসব কর্মসূচি পালন করে।

বেলা ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুল হাসান শিমুল, রাসেল সিকদার, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শফিকুর রহমান শফিক, ছাত্রলীগ নেতা পিয়াল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানায়। অন্যথায় তারা লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর