২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০০

নীলফামারীতে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ১০ হাজার ৭৯জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ২৯ হাজার ৮৮৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭১ হাজার ১৯০টি শিশু রয়েছে।

রবিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

এতে হাসপাতালের সহকারী পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বক্তব্য দেন। 
সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গোটা জেলার কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আবু হেনা মোস্তফা কামাল।

এতে বলা হয়, জেলার ১৫৮৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৩ হাজার ১৭৪জন স্বেচ্ছাসেবক ও ১৯১ জন সুপারভাইজার কাজ করবেন।

৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। নিয়মিত কেন্দ্রের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি বলেন, করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর