২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪৪

সাত মাস পর দেশে ফিরলেন আরও ১৮ ভারতীয় নাগরিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সাত মাস পর দেশে ফিরলেন আরও ১৮ ভারতীয় নাগরিক

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ১৮ ভারতীয় নাগরিক সাত মাস পর আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে নিজ দেশ ফিরেছেন। ভারতীয় হাইকমিশন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ওই পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতীয় হাইকমিশনে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের মে মাসে প্রথম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে ১০৬ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান। জুন মাসে দ্বিতীয় দফায় এ পথে ভারতে গেছেন ১১৯ জন ভারতীয় নাগরিক। পরদিন একই নিয়ম মেনে ১২৩ জন নাগরিক তাদের দেশে ফিরে যান। ৩১ জুলাই চতুর্থ দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সম্পন্ন করে ৫২জন নিজ দেশে ফিরে গেছেন। ২৯ সেপ্টেম্বর পঞ্চম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৪৬ জন ভারতীয় নাগরিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেও ১৮জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, করোনার কারণে যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকে ছিলেন ভারতীয় হাইকমিশন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৮ জন ভারতীয় নাগরিক নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে চলতি বছরের ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। যার ফলে ঢাকার ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিস্টেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয়দের নিজ দেশে ফিরতে হচ্ছে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর