বন্যার প্রভাবে ঠাকুরগাঁওয়ের কাঁচাবাজারে আবারও বেড়েছে কাঁচা সবজির দাম। যে কোনো ধরনের সবজি মানভেদে কিনতে খরচ হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) এর অস্থায়ী কাঁচাবাজারে অন্যন্যা দিনের তুলনায় ক্রেতার উপস্থিতি আজকে অনেকটাই কম। বৃষ্টির কারণে বাজার গুলোতে ক্রেতা নাই বললেই চলে। বন্যায় কাঁচাসবজির আবাদ একেবারে বিনষ্ট হওয়ায় বাজারগুলোতে জেলার বাইরে থেকে আসছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। এসব সবজির দাম আকাশছোঁয়া। বেশি দামে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে।
একদিকে যেমন বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড১৯) এর প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অন্যদিকে আবার বন্যায় সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কাঁচাবাজারের লাগামহীন মূল্যে মধ্যম আর নিম্ন আয়ের মানুষের জীবন এখন বিপর্যস্ত। কাঁচা সবজি কেনা এখন দুরহ ব্যাপার।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ২০০ থেকে ২৩০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ঝিঙা ৪০ টাকা, শিম ১২০ টাকা ও মুলা ৪০ টাকা, পটল ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ৩০ টাকা, আলু ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আব্দুল আজিজ জানান, ঠাকুরগাঁওয়ে ভারীবর্ষণে অধিকাংশ কাঁচা সবজির আবাদ নষ্ট হয়ে যাওয়ায় জেলার বাইরে থেকে সবজি আনতে হচ্ছে। ফলে দাম একটু বেশি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন