গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার সময় তিন ব্যক্তি ব্যবসায়ী হাসানের প্রতিষ্ঠানে আসে। এদের মধ্যে একজন বাহিরে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে হাসান বাহিরে বের হলে ওই ব্যক্তি হাসানকে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে এক জনকে আটক করে ফেলে। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একজন আটক আছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার