২৫ অক্টোবর, ২০২০ ১৮:২৪

নিরাপদে ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

নিরাপদে ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

টেকনাফ সেন্টমার্টিন ভ্রমণে এসে আটকে পড়া ৪শ’ পর্যটক চারদিন পর ট্রলার ও জাহাজে করে ফেরত এসেছেন। রবিবার (২৫ অক্টোবর) বিকালে পাঁচটি সার্ভিস বোটে দেড়শ' পর্যটক টেকনাফ ও শাহপরীরদ্বীপ জেটি ঘাটে পৌঁছান। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে আরও আড়াইশ পর্যটক পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। তবে জাহাজটি রাত ১০টার দিকে পৌঁছার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বুধবার কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ ও টেকনাফ থেকে নৌযানে ভ্রমণে এসে ৪শ’ পর্যটক দ্বীপে আটকা পড়েছিলেন। অন্যদিকে টেকনাফে আটকে পড়া দেড়শ' মানুষ দ্বীপে ফিরে গেছেন।  

এ ব্যাপারে সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, ‘রবিবার দুপুরে পাচঁটি ট্রলারে করে আটকে পড়া দেড়শ পর্যটক টেকনাফে ফিরেছেন। বাকিরা বিকালে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে দ্বীপ ত্যাগ করছেন। এছাড়া টেকনাফে আটকে পড়া দ্বীপের বাসিন্দারাও ফিরে গেছেন।’  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, ‘আবহাওয়া-সংক্রান্ত সতর্ক সংকেত না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল করতে দেওয়া হয়েছে। এতে দ্বীপে ভ্রমণে এসে আটকা পড়া দেড়শ পর্যটক ট্রলারে করে ফিরে আসেন। দ্বীপে আটকে থাকা বাকি পর্যটকরা কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারে রওনা দেন।’   

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর