দিনাজপুরের পাথরখনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম।
বুধবার বেলা ১১টায় মধ্যপাড়া পাথর খনির সামনে এলাকাবাসীদের জন্য জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে অক্টোবর মাসের শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
শিক্ষা উপবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন জিটিসি’র চীফ অব সিকিউরিটি এন্ড ওয়েল ফেয়ার মেজর এম এ রাজ্জাক, হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান শাহ, জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খান, এ.জে.এম আব্দুল ওয়াহেদ, মোঃ জাহিদ হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল