মুজিব বর্ষ উপলক্ষে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছেছে দিনাজপুরের তিন রোভার। এসময় তাদেরকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। গত ১৪ নভেম্বর দিনাজপুর জেলার জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে রওয়ানা হন তারা।
দিনাজপুর জেলার তিন কলেজের তিন শিক্ষার্থী তিনটি পায়ে হাঁটা শুরু করেন। এরা হলেন দিনাজপুর সরকারি কলেজের মো. রাব্বি হোসেন, আদর্শ কলেজের শিক্ষার্থী মো. শাহদাত মজুমদার এবং বীরগঞ্জ সরকারি কলেজের মো. তানভির হোসেন। 'মুজিববর্ষের অঙ্গীকার, সবুজের সমাহার', 'মুজিববর্ষে শপথ করি, মাদক মুক্তদেশ গড়ি', 'মুজিব বর্ষে শপথ করি, ধর্ষণ মুক্ত দেশ গড়ি'- তিন প্রতিপাদ্য নিয়ে তারা বাংলাবান্ধা বুধবার দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছান।
তাদেরকে অভিনন্দন জানানোর জন্য বাংলাবান্ধা জিরো পয়েন্টে ছুটে আসেন পঞ্চগড় জেলার রোভার এবং স্কাউট সদস্যরা। এসময় পায়ে হাঁটা রোভারদের শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ের উড র্যাজার প্রভাষক জাহিদুর রহমান, বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট লিডার প্রভাষক রুমানা ফারজানা ও প্রভাসক আল মামুন, দিনাজপুর সরকারি কলেজের স্কাউট লিডার অধ্যাপক একে এম আল আব্দুল্লাহ তাদেরকে অভ্যর্থনা জানান।
বিডি প্রতিদিন/ফারজানা