চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই গ্রামের মোহাম্মদ রিকু (১৮) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে। বুধবার সকালে গ্রামের অদূরে একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোহাম্মদ রিকু গাইদঘাট গ্রামের আব্দুস সালামের ছেলে এবং দামুড়হুদার ওদুদ শাহ কলেজের চলতি বছর এইচএসসি পাশ ছাত্র। বলাৎকারের শিকার স্কুলছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সোহান আহম্মেদ জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্কুলছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।
স্কুলছাত্রের পিতা বলেন, এ বিষয়ে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার