শীত শুরু হতে না হতেই সারা দেশে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে সেই তুলনায় কমেছে সচেতনতা। ফলে মানুষ করোনা ঝুঁকিতে রয়েছেন। সরকারের দেওয়া কর্মসূচি ‘নো মাস্ক নো সার্ভিস’ বলা হলেও মানুষের সচেতনতা ক্রমেই কমে যাচ্ছে।
এ কারণে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কুড়িগ্রামের সকল সরকারি-বেসরকারি অফিসে একযোগে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে প্রচার-প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় একযোগে জেলার ৯ উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি সফল করতে একযোগে উপজেলা ও জেলা প্রশাসনসহ সকল নিজ নিজ অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
এ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. মুহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুসহ বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই