জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মনিকা রানী (২৫) জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা গ্রামের অনুকুল মোহন্তের স্ত্রী।
পরিবার ও পুলিশ জানায়, রাজমিস্ত্রী অনুকুল মোহন্ত দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সে তার স্ত্রী মনিকা রাণীকে মারধর করতেন। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় অনুকুল তার স্ত্রীকে মারপিট করে হত্যার পর চৌকির নিচে লুকিয়ে রেখে ৫ বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যায়। ওই রাতে গৃহবধূর শ্বশুর-শাশুড়ি নিহতের ননদের বাড়ি ছিলেন। বুধবার সকালে শ্বশুর হরেন মোহন্ত বাড়ি ফিরলে দরজা জানালা খোলা দেখে তার সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের খবর দিলে ঘটনাটি জানাজানি হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর স্বামী তার সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে জয়পুরহাট সদর একটি অভিযোগ হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ