নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত আল-আমিন ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দোকানের এক কর্মচারী আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার ওষুধপত্র ও সার্জিকেল সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আল-আমিন ফার্মেসির পরিচালক গোলাম মর্তূজা মুন্না জানান, আমার দীর্ঘদিনের পুঁজি সব শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডে যাবতীয় ওষুধপত্র ও সার্জিকেল সামগ্রীসহ প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/এমআই