নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৪০ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নাটোর শহরের মসজিদ মার্কেট এলাকায় করোনার ২য় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযানকালে তাদের আটক করা হয়।
এসময় পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়।
পরে আটক ব্যক্তিদের এক ঘণ্টা পর মাস্ক পরিয়ে ভবিষ্যতে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার শর্তে ছেড়ে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি বলেন, শাস্তি কোনো কার্যকর ব্যবস্থা নয়। সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবেলা করা সম্ভব। পুলিশ কাজ করে যাচ্ছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম প্রমুখ। এর আগে মঙ্গলবার সকাল থেকেই নাটোর শহরের বিভিন্ন প্রবেশদ্বারে অভিযানে মাস্ক ছাড়া কাউকে শহরে ঢুকতে দেয়নি পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর