নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ শহরের ২টি প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজার নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রামম্যাণ আদালত হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার খোয়াই হাসপাতাল প্রা. লিমিটেডে অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান, অপারেশন থিয়েটারে মেয়াত্তীর্ণ ওষুধ ব্যবহার, ব্যবহৃত পুরাতন সুতা সংরক্ষণ এবং দায়িত্বশীল রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনার ও নার্সের অনুপস্থিতিসহ নানা অনিয়মের চিত্র দেখতে পান ভ্রাম্যমান আদালত।
এসব অনিয়মের অভিযোগে ওই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. তারেক আজিজ খানকে ১ লাখ টাকা জরিমনা করা হয় এবং হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতালের ম্যানেজারকে জেলা প্রশাসনের কার্যালয়ের নিয়ে যাওয়া হয়।
এছাড়া শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকার জাপান বাংলাদেশ হসপিটালকে বিভিন্ন অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন