মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিওর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁওয়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও কলেজ পাড়াস্থ মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, ভাসানী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, ড. গোলাম সারোয়ার স¤্রাট, অ্যাড. জাহিদ ইকবাল প্রমুখ। পরে মজলুম জননেতার জীবনী নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন