ঝিনাইদহে আবাদি জমিতে বিএডিসি কর্তৃক খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় সদর উপজেলার বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক অংশ নেয়।
বাগডাঙ্গা গ্রামের কৃষক মকলেচুর রহমান বলেন, ৪ গ্রামের মাঝে অবস্থিত বিলে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে।
নাচনা গ্রামের জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের জমিতে ৩ টি ফসল হয়। সরকার যে খাল খননের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে আমাদের জমির ফসল হবে না। অনেকের পাঁচ বা ১০ কাঠা জমি আছে। সেখানে খাল খনন করা হলে অনেকে না খেয়ে মারা যাবে।
বিক্ষোভ থেকে কৃষকরা খাল খনন না করার দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি পেশ করেন।
বিডি প্রতিদিন/এমআই