গাজীপুর থেকে রাজবাড়ি যাওয়ার পথে ২২টি অটো রিকশার যন্ত্রাংশ ভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই হওয়ার ১৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নোয়াখালীর সুধারাম থেকে যন্ত্রাংশসহ কাভার্ড ভ্যান উদ্ধার এবং কুমিল্লার দাউদকান্দি থেকে চালক শামীমকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপির পূবাইল থানার পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার ডিবি (মিডিয়া) জাকির হোসেন হাসান জানান, গত ১লা নভেম্বর গাজীপুর শহরের চান্দনা সিমেনা হল এলাকার লোমিনাস এন্টারপ্রাইজ অটোরিকশা কারখানা থেকে বনফুল ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যানে করে রাজবাড়ী শহরের ডিলাল এন্টারপ্রাইজে পাঠানো হচ্ছিল। চালক মো. শামীম (২৪) পূর্ব পরিকল্পিতভাবে কাভার্ড ভ্যানটি নোয়াখালীর সুধারামে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন মামলা হলে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার প্রথমে দাউদকান্দি থেকে চালক শামীম ও হেলপার মিরাজ হোসেন ওরফে মিল্লাতকে (১৮) গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুধারাম ক্যাভর্ড ভ্যানসহ থেকে যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া চালক ও হেলপার একটি ছিনতাইকারী দলের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার