বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর তিনমাথা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর তিনমাথা বাজার এলাকায় গোলাম মোস্তফার মেসার্স দুই বোন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে উন্মুক্তভাবে গ্যাসের সিলিন্ডার, ডিজেল, পেট্রল, কেরোসিন তেল বিক্রি করেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মেসার্স তিন ভাই ট্রেডার্সের মালিক আবু সাইদের ফিড মেডিসিনের দোকান, মেসার্স দুই বোন ট্রেডার্সের মালিক গোলাম রব্বানীর সার, বীজ-কীটনাশকের দোকান, দেলবর হোসেনের ভাই ভাই স্টেশনারি-কসমেটিকসের দোকান, মিজানুর রহমানের ফল ভান্ডার এবং অনিল হেয়ার কাটিং এর মালিক গৌতম চন্দ্র শীলের দোকান পুড়ে গেছে।
পরে থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বগুড়ার ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, কান্তনগর তিনমাথা বাজারে গোলাম মোস্তফার মেসার্স দুই বোন ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করা হয়েছে। অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন