ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে হাকিমপুর পৌরসভার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় শান্তির মোড় জুয়েল একাদশ ও ছাতনির মিম একাদশ অংশগ্রহণ করে। এতে টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮২ রান করে জুয়েল একাদশ। হাকিমপুর পৌরসভার মোট ২২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ব্যাট চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সেখানে মরহুম মুরাদের বড় ভাই ও প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ক্রিকেটার জাবেদ হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন