লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মশিউর রহমান (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আজ বুধবার বিকেলে কালীগঞ্জ থানায় ওই শিক্ষার্থীর বাবা ধর্ষণ মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ বুধবার সকাল ৭টায় উপজেলার চন্দ্রপুর গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশ ঝাড়ের মধ্যে নিয়ে ধর্ষণ করে চন্দ্রপুর গ্রামের মশিউর রহমান (২৭)। এ সময় এই শিক্ষার্থীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর