গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজান মোল্লা (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার গোপালপুর-রামদিয়া সড়কের রামদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান মোল্লা কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আলতাফ মোল্লার ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, মিজান মোল্লা নসিমণে করে গরু নিয়ে কাশিয়ানী উপজেলার পরানপুর হাটে যাওয়ার পথে রামদিয়া ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমণটি খাদে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী মিজান মোল্লা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর