গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ-এর আওতায় সড়ক রক্ষণাবেক্ষণে নিয়োজিত এলসিএস কর্মীদের মাঝে সরঞ্জামাদি বিতরণ এবং অন-পেভমেন্ট রক্ষণাবেক্ষণ কার্যক্রমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গোপালগঞ্জে এলজিইডির সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহা. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।
কর্মশালায় জেলার এলজিইডি-তে কর্মরত সকল প্রকৌশলীরা অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
পরে গ্রামীণ সড়ক মেরামত সংরক্ষণের সাথে জড়িত ২১০ জন নারী কর্মীর মধ্যে মাস্ক ও ছাতাসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই