পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে কুড়িগ্রামে চতুর্থ দিনের মত পূর্ণদিবস কর্মবিরতি পালন করে ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত কালেক্টরেট কর্মচারীরা।
একই দাবিতে জেলার ৯ উপজেলা প্রশাসন ভবনের সামনে কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচী পালন অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চতুর্থ দিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবিএম রিয়াজুল আলম রাফি, সাধারণ সম্পাদক ফনিন্দ্র নাথ সরকার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসানসহ সংগঠনের অন্যান্যরা।
বক্তারা বলেন জেলা প্রশাসনের অধীনে ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরি করে আসলেও তাদের পদমর্যাদা ও বেতন কাঠামো উন্নীত করা হয়নি। অবিলম্বে তাদের এই দুই দফা বাস্তবায়নের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর