নাটোর শহরের ছায়াবাণী সিনেমা হল মোড়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন শহরের হাফরাস্তা এলাকার মাজেদুর রহমানের ছেলে কাঞ্চন এবং ফৌজদারী পাড়া এলাকার মৃত গণেশের ছেলে বিকাশ।
পুলিশ জানায়, আজ দুপুরে শহরের ছায়াবাণী মোড় এলাকায় অটোরিকশা যাত্রী একজন মহিলার ভ্যানিটিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
বিডি প্রতিদিন/আবু জাফর