পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার চতুর্থ দিনের মত পূর্ণদিবস কর্মবিরতি পালন করে ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত কালেক্টরেট কর্মচারীরা।
আজ বুধবার জেলার কসবায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কসবা উপজেলা শাখার উদ্যোগে পালিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন অফিস সহকারী মো. রুবেল মিয়া ও হাসিবুল ইসলাম খান। তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর