করোনাভাইরাস চলাকালে বেকার ও হতদরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৬ হাজার ১৩৬ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা করে শ্রম মজুরি পাবেন। কর্মসূচির আওতায় জেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে দিনমজুরদের জন্য অফ সিজনে সহায়তা করতে দিনমজুরি হিসেবে ২০০ টাকা করে প্রদান করা হবে। জেলার ১২টি উপজেলায় এ কর্মসূচির আওতায় ৩৯০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এতে ১৬ হাজার ১৩৬ জন উপকারভোগী শ্রমিককে দৈনিক মজুরি হিসেবে দুই শত টাকা হারে মোট ১২ কোটি ৯০ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হবে। প্রত্যেক শ্রমিক ৪০ দিন করে কাজ করতে পারবে। পরে আবারো বরাদ্দ পাওয়া গেলে কর্মসূচির সময়সীমা বাড়বে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত শ্রমিকরা নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা এ টাকা তুলতে পারবেন। দৈনিক দুই শত টাকা হারে সপ্তাহের ৫ দিন মোট ৭৫০ টাকা প্রদান করা হবে। ফলে শ্রমিকরা ওই সময় বেকার থাকলেও তারা আর্থিক সংকটে পড়বে না। ইজিপিপির ১ম পর্যায়ের আওতায় বগুড়া জেলায় চলতি অর্থবছরে (২০২০-২০২১) সরকারিভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা ভিত্তিক প্রদত্ত তথ্য মোতাবেক, সারিয়াকান্দি উপজেলায় ৪৪টি প্রকল্পে ১ হাজার ৪৪৫ জন শ্রমিক ১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা, সোনাতলায় ২৩টি প্রকল্পে ১ হাজার ১৯ জন, শিবগঞ্জে ৩৬টি প্রকল্পে ২ হাজার ৩৭৭ জন শ্রমিক ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা, আদমদিঘিতে ১৮টি প্রকল্পে ৮৪৭ জন শ্রমিক ৬৭ লাখ ৭৬ হাজার টাকা, দুপচাঁচিয়ায় ১৮টি প্রকল্পে ৭২৪ জন ৫৭ লাখ ৯২ হাজার টাকা, কাহালুতে ২৭টি প্রকল্পে ৯৬১ জন ৭৬ লাখ ৮৮ হাজার টাকা, নন্দীগ্রামে ২৫টি প্রকল্পে ১ হাজার ২৯ জন ৮২ লাখ ৩২ হাজার টাকা, শেরপুরে ৫০টি প্রকল্পে ১ হাজার ৯০২ জন ১ কোটি ৫২ লাখ ১৬ হাজার টাকা, ধুনটে ৫০টি প্রকল্পে ১ হাজার ৪৬১ জন ১ কোটি ১৬ লাখ ৮৮ হাজার টাকা, বগুড়া সদরে ২৮টি প্রকল্পে ১ হাজার ৪১৮ জন ১ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকা, গাবতলীতে ৪৪টি প্রকল্পে ১ হাজার ৮৩২ জন ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকা ও শাজাহানপুরে ২৭ টি প্রকল্পে ১ হাজার ১২১ জন পাবেন ৮৯ লাখ ৬৮ হাজার টাকা। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় কাজের উদ্বোধন করা হয়েছে।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মণ্ডল জানান, সরকারের এ উদ্যোগের ফলে কাজের মৌসুমের বাইরের সময় সপ্তাহে ৭৫০ টাকা হারে প্রত্যেক অতিদরিদ্র মজুর ব্যাংক থেকে টাকা পাবেন। প্রকল্পের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে টাকার পরিমাণ আরো বাড়বে।
এদিকে, বগুড়ার আদমদীঘিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমুরিগ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান শামসুল হক খন্দকার প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্র জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে ৮৪৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ৬টি ইউনিয়নে প্রতিটিতে ৩টি করে ১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। একদিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি পাবে ২০০ টাকা করে।
বগুড়া সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, কর্মসূচিটি হতদরিদ্রদের জন্য। করোনা ভাইরাসকালে সরকারের একটি ভালো উদ্যোগ। কর্মসূচিটি গত ১৪ নভেম্বর শুরু হয়েছে। শেষ হবে ৪০ দিন পর। পরে আবারো বরাদ্দ পাওয়া গেলে এই কর্মসূচির সময়সীমা আরো বাড়বে।
বিডি প্রতিদিন/এমআই