রাজশাহী রেঞ্জ পুলিশের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন পিপিএম বিপিএম (বার) বলেন, দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সহযোগিতায় তা অনেকটা দমন করেছে। মাদক, সন্ত্রাস দমন, যৌন হয়রানি, ধর্ষণ রোধ করতে পুলিশ কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে আরো দ্রুত গতিতে কাজ করা হবে। পুলিশ জনগণের সেবক, এটা আজ প্রমাণিত। বর্তমান সময়ে পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করছে। পুলিশি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেবার জন্যই বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে। মানুষকে আর থানায় আসতে হয় না। ৯৯৯ এ ফোন করলেই পুলিশ পৌঁছে যাচ্ছে মানুষের ঘরের দরজায়।
সোমবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল বাতেন পিপিএম বিপিএম (বার) এ কথা বলেন।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার (বিএপিএম) বার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, থানার ওসি এসএম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ইউপি চেয়ারম্যান এবিএম শাজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শিক্ষিকা মিতালী সরকার, স্কুল শিক্ষার্থী তানিয়া আক্তার তমা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        