টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। তিনি বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন।
তার স্ত্রী তামান্না মহসীন মৌ বলেন, সাধারণ সর্দি জ্বর হওয়ায় মঙ্গলবারে করোনা পরীক্ষার নমুনা জমা দেন অনিপম শাহজাহান জয়। বৃহস্পতিবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত