২৯ নভেম্বর, ২০২০ ২২:২০

যশোরে হেরোইনসহ সাতজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে হেরোইনসহ সাতজন আটক

প্রতীকী ছবি

যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকা থেকে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইনসহ সাতজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটকদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার রাত ৯টায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার লে. এম সরোয়ার হুসাইন জানান, বেনাপোল থেকে একটি মাইক্রোবাসে হেরোইন নিয়ে কয়েকজন মাদক কারবারী রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা যশোর-বেনাপোল সড়কের পুলেরহাটে চেকপোস্ট বসায়। বিকেল সাড়ে চারটার দিকে কালো রংয়ের একটি মাইক্রোবাস তল্লাশী করে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। এসময় মাইক্রোবাসে থাকা সাতজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইন ও আটকদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর ও এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

আটক সাতজন হলেন জাহাঙ্গির আলম, ওয়াসিম উদ্দিন আহম্মেদ, হান্নান মৃধা, ফারুক হোসেন, আহাদ আলী (ড্রাইভার), তাহের উজ্জামান ও ফজর আলী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর