২ ডিসেম্বর, ২০২০ ১৫:৩০

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুইদিন ব্যাপী কর্মশালা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুইদিন ব্যাপী কর্মশালা

মানিকগঞ্জে দুইদিন ব্যাপী বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প ও বজ্রপাত মোকাবেলায় করণীয়, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে স্কাউটস ও রেড ক্রিসেন্টের ভূমিকা শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাহেলা ইসলাম  বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে নদী ভাঙনের কারণ ও প্রভাব নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম আলোচনা করেন।

এই কর্মশালায় সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ও ১০ জন রেড ক্রিসেন্টের সদস্য অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর