বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ সড়কে ধান বোঝাই অটোভ্যানের ধাক্কায় জাহিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার বেলঘরিয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
জানা গেছে, বাড়ির সামনে রাস্তার ওপর শিশুটি খেলা করছিল। এ সময় ধানবোঝাই দ্রুত গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশু জাহিদ মারা যায়। ঘটনার পরই ভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান।
বিডি প্রতিদিন/আল আমীন