বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে টানা ১১ দিন পটুয়াখালীর কলাপাড়ায় কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ঘোষণায় সাড়া দিয়ে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
এ উপজেলার প্রায় অর্ধশতাধিক স্বাস্থ্য সহকারী গত ২৬ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন। কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা।
আন্দোলকারীরা বলেন, চাকরি শুরু থেকে তারা অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার। তাই নিয়োগবিধি সংশোধন করে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, স্বাস্থ্য সহকারী ১২তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শক ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান তারা।
স্বাস্থ্যকর্মী রতন চন্দ্র সাহা বলেন, ‘বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ঘোষণায় সাড়া দিয়ে স্বাস্থ্য সহকারীরা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ