নওগাঁয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় এক আলোচনা সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আকতার নাইস, সিনিয়র সাংবাদিক কায়েস উদ্দিন এবং জয়িতাদের মধ্যে লিপি সাহা, মুন্নি শর্মা, রাহেলা ইসলাম এবং ইশরাত জেরিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলা পর্যায়ের পাঁচজন এবং সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন জয়িতাকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পর্য়ায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সদর উপজেলার লিপি সাহা, শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে নিয়ামতপুর উপজেলার শিল্পী জোয়ার্দ্দার, সফল জননী ক্যাটাগরিতে সদর উপজেলার মোছা. রাহেনা ইসলাম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে বদলগাছি উপজেলার মোছা. রেশমি সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে সাপাহার উপজেলার ইস্ফাত জেরিন জয়িতা নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, সদর উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নওগাঁ পৌরসভার লিপি সাহা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে দুবলহাটি ইউনিয়নের মোছা. জীবন নেছা, সফল জননী নারী ক্যাটাগরিতে নওগাঁ পৌরসভা এলাকার মোছা. রাহেনা ইসলাম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে নওগাঁ পৌরসভা এলাকার মোছা তানজিলা আকতার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে নওগাঁ পৌরসভা এলাকার মুন্নি সাহা।
বিডি প্রতিদিন/এমআই