নওগাঁর মহাদেবপুরে ১৪২ জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের রাবেয়া পল্লীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের (এনডিডি) শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কবি এমএ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জেইন ইফফাত লগ্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কহিনুর আক্তার কুমু, রাবেয়া পল্লীর স্বত্বাধিকারী ওবায়দুল হক বাচ্চু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই