আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে 'জয়িতা অন্বেষণ বাংলাদেশ' কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৬ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বুধবার পাকুন্দিয়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৬ নারী হলেন- সমাজ উন্নয়নে ভুমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয় কবিও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নাকে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে খালেদা আক্তার, স্বপ্নজয়ী মা হিসেবে আসমা আক্তার খাতুন, উপজেলা শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী শারমিন সুলতানা শাপলা ও সফলজননী নারী হিসেবে আলপনা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী নিলুফা আক্তার।
উম্মে হাবিবা অমির পরিচালনায় ও পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান আজাদ।
এ কে এম লুৎফর রহমান আজাদ বলেন, পুরুষতান্ত্রিক চিন্তা-ভাবনা থেকে পুরুষদের বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুরুষদের ভূমিকা সবচেয়ে বেশি। আমারা (পুরুষরা) পারিবারিকভাবেও নারীদের সহায়তা করতে পারি। এক্ষেত্রে আমাদের মানসিক পরিবর্তন আনতে হবে।
৬ জন জয়িতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আজকের জয়িতারা সমাজের দৃষ্টান্তস্বরূপ। আমি আশা করবো তারা সমাজ উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আরাফাত