বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
এদিকে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে দুপুর থেকেই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হতে থাকে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকার সভাপত্বিতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন-সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার