বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর সেই নেতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনা দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া। একটি মহল শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রুখে দিতে নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই সকলকে এক হয়ে স্বার্থান্বেষী মহলের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।
বুধবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপত্বি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগরণ কুমার রায়, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনিসহ নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন