বেগম রোকেয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে তাদের সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিঊল ইসলাম বাদল, লুৎফা আনোয়ার, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা, ফিরোজা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
জয়িতারা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নাছিমা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় রাজিয়া আক্তার, সফল জননী হিসেবে গীতা রানী বর্মন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নারী মোছা. মহর জান ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে লাকী আক্তা।
বিডি প্রতিদিন/আল আমীন