‘সোনালী আঁশে গড়বো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের সখীপুরে নাবী পাটবীজ উপৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ দিয়েছে উপজেলা পাট অধিদপ্তর। বুধবার সকালে উপজেলা হলরুমে একশ কৃষককে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে চাষিদের হাতে পাটের ব্যাগ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক আকলিমা আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নরুল ইসলাম, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান, উপজেলা পাট অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মো. সবুজ মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন