উত্তরা সাবরেজিস্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতি, ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের অন্তর্ভুক্ত এটি।
কমিটিতে মো. নজরুল ইসলামকে সভাপতি, মো. রবিউল ইসলাম আওলাদকে সাধারণ সম্পাদক, মো. সেলিম কাজলকে সাংগঠনিক সম্পাদক ও মো. শাহিন আলমকে অর্থ সম্পাদক করা হয়েছে।
বুধবার বিকালে কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. জোবায়ের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহসভাপতি তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এসএম ফরিদুল ইসলাম বাহাদুর।
এছাড়া কমপ্লেক্সের অন্যান্য দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলিল লেখক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই