পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে আটক করেছে।
বুধবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
হামলায় আহতরা হলেন-ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের হাসেম আলী শরীফের ছেলে জাকির শরীফ (৪০), জাহাঙ্গীর শরীফ (৫০) ও লিটন শরীফ (২৮)।
জানা যায়, ৩ দিন আগে জাহাঙ্গীর শরীফের এক ভাগ্নি খুলনা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় অন্য তিনটি মেয়ের সাথে গ্রামে ঘুরতে বের হয় সে। তখন স্থানীয় কিছু বখাটে তাদের তাড়া করলে তারা পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে তার মামারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বখাটেরা।
বুধবার সকালে জাকির, জাহাঙ্গীর ও লিটন কাজের জন্য বাইরে বের হলে ৮-১০ জন বখাটে হাতুড়ি, লোহার শাবল এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। পরে গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
পিরোজপুর জেলা হাসাপাতালের চিকিৎসক ডা. রানা সাহা জানান, আহতদের মধ্যে একজনের মাথায় জখম আছে এবং অন্যদের মারধর করা হয়েছে। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মোস্তফা ও মালেক নামে দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই