ঝালকাঠির ভাতাপ্রাপ্ত পাঁচজন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তারা হলেন-সদর উপজেলার সুলতান হোসেন, মো. আ. রব হাওলাদার, মোহাম্মদ আলতাফ হোসেন, নলছিটি উপজেলার মো. সুলতান আহম্মেদ মৃধা ও কাঠালিয়া উপজেলার আবুল বাশার।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (গেজেট) রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। গত ২২ নভেম্বর এই চিঠি দেওয়া হয়। বুধবার সাংবাদিকরা এ বিষয়টি জানতে পারে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৪৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সুলতান হোসেন, ৫৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মো. আ. রব হাওলাদার, ৬৬তম সিদ্ধান্ত অনুযায়ী আবুল বাশার, ৬১তম সিদ্ধান্ত অনুযায়ী মো. সুলতান আহম্মেদ মৃধা ও ৬৫তম সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ আলতাফ হোসেনের গেজেট ও সনদ বাতিল করা হয়।
বিডি প্রতিদিন/এমআই