পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে।রাত ১২টার দিতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হওয়ায় মাঝ নদীতে চারটি ফেরি নোঙর করতে বাধ্য হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহনের চালকরা। কুয়াশা কেটে গেলে আজ সকালে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত গাড়ি। যাত্রীবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।
বিডি প্রতিদিন/ফারজানা