কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিটি ভোট কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা অংশগ্রহণ করেছে। শুরু থেকে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো দেখা যায়।
৩টি ইউনিয়ন পরিষদে ২৮টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৬৮ হাজার ২৬১ জন। শীত ও হিমেল হাওয়াকে উপেক্ষা করে সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে মোট ২৭ জন প্রার্থী এসব পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে উপজেলা নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় পর্যবেক্ষণ করছেন।
সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম, পুলিশ, বিজিবি ও র্যাবসহ সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত নির্বিঘ্নে সকল কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান জানান, সুষ্ঠু ভোট গ্রহণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা করে যথাসময়ে ফলাফল ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই