মুক্তিযোদ্ধা বাছাই কমিটিতে যুদ্ধকালীন কমান্ডার ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তকরণ এবং দুর্নীতিবাজদের বাদ দেওয়ার দাবিসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার দুপরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার তানজির আহম্মেদ, যুদ্ধকালীন কমান্ডার এরশাদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাসেম আলী ও বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন প্রমুখ।
মুক্তিযোদ্ধারা বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক তালিকা হওয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। মুক্তিযোদ্ধা তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়াসহ শাস্তি দাবি করছে প্রকৃত মুক্তিযোদ্ধারা।
বিডি প্রতিদিন/এমআই