কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ সুরত আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার রাতে কক্সবাজার র্যাব-১৫ খবর পায় টেকনাফের মেরিন ড্রাইভ সী-বীচ সড়কে আব্দুল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সেখানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময়ে উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের পশ্চিম হলদিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোজাফ্ফর আহমদের ছেলে সুরত আলমকে (৩২) আটক করতে সক্ষম হয়।
পরে ওই ব্যক্তির শরীর তল্লাশি করে ১২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর