ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ১২ ডিসেম্বর হতে শুরু হবে হাম রুবেলার টিকা ক্যাম্পেইন। চলবে সামনের বছর ২৪ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ৬ সপ্তাহব্যাপী এই কার্যক্রমে উপজেলার ০৯ মাস হতে ৫ বছর বয়সী ৮ হাজার ৯৭৬ জন এবং ০৫ হতে ১০ বছরের কম বয়সী ১১ হাজার ২৪ জনসহ মোট ২০ হাজার শিশুকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে।
উপজেলার স্থায়ী একটি, অস্থায়ী ২৮৮টি, দুর্গম ও ঝুঁকিপূর্ণ একটি এবং ভ্রাম্যমাণ একটিসহ মোট ২৯১টি কেন্দ্রে ১৪ জন সুপারভাইজার, ভ্যাকসিনেটর ৩০ জন ও ১০৫ জন স্বেচ্ছাসেবী এ সেবা প্রদান করবেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মো. বাহাউদ্দীন ও চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. শিহাব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই