বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক।
গতকাল বুধবার বগুড়া শহরের সাত মাথায় অবস্থিত দলীয় কার্যালয়ে জেলা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মনোয়ারুল ইসলাম বিপুল, মেহেদী হাসান রবিন, পাবনা জেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, এনামূল হক টুটুল, বনি সদর খুররম, শহিদুল ইসলাম বাপ্পি, মশিউর রহমান, নাসিমূল বারী নাসিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর