কিশোরগঞ্জে ৮ লক্ষ ১ হাজার ৩ শত ৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী জেলার ১৩টি উপজেলায় এ কর্মসূচি পালিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানান।
তিনি আরও জানান, ৯ মাস বয়স থেকে ১০ বছর বয়সী শিশুদেরকে এ টিকা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের পুরাতন ওয়ার্ডের একটি ওয়ার্ডে প্রথম দুই সপ্তাহ এ কর্মসূচি চালানো হবে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও টিকাদান কর্মসূচি পালিত হবে। কোন শিশু যেন কর্মসূচি থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে প্রয়োজনে সময় বাড়ানো হবে বলেও জানান সিভিল সার্জন।
এ লক্ষ্যে ৫ হাজার ৮৫২ জন স্বেচ্ছাসেবক ছাড়াও ৭ হাজার ১০৩ জন কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার